Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সহকারী পরিচালকের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ ফায়ার সার্ভিসের কোন ব্যর্থতা নেই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা।    


কী সেবা কীভাবে পাবেন

১। অগ্নি-দুর্ঘটনা, উদ্ধার  আহত সেবাঃ

(ক) দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার স্টেশনে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে। যে কোন দুর্যোগে নিকটস্থ ফায়ার স্টেশনে অথবা ১০২ ডায়াল করিলে এই সেবা পাওয়া যাবে। পাবনা ফায়ার স্টেশনের টেলিফোন নং-০২৫৮৮৮৪২২২২ মোবাইল নং-০১৯০১-০২২৩২৫ । সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের টেলিফোন নং-০২৫৮৮৮৩০০৯২ মোবাইল নং-০১৯০১-০২২৩৫৩ ।


২।      ফায়ার লাইসেন্স (অগ্নি-দুর্ঘটনা  প্রতিরোধ মুলক পরামর্শ সেবা)

(ক) স্থানীয় উপ-সহকারী/সহকারী/উপ-পরিচালক, বরাবর ফায়ার সার্ভিসের নির্ধারিত ফরম পুরণ পূর্বক নিম্নবর্ণিত কাগজপত্র সহ আবেদন করতে হবে।

(খ) ট্রেড লাইসেন্স (গ) প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে ব্যবসা পরিচালনা হলে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠানের স্থাপর/অস্থাবর সম্পত্তির বার্ষিক মূল্যায়ন পত্র।

(ঘ) ভাড়া বাড়ী হলে ভাড়ার চুক্তি পত্র ।

(ঙ) রাজউক/পৌরসভা কর্তৃক অনুমোদিত স্থাপনার নকশা।

(ঙ) প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানী হলে Memorandum of Articles (Certificate of Incorporation)

(চ) প্রতিষ্ঠান সংক্রান্ত স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক অনাপত্তি সনদ।

(ছ) বহুতল বা বাণিজ্যিক ভবন হলে ফায়ার সার্ভিসের ছাড়পত্র।

(জ) গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফায়ার সার্ভিস নির্ধারিত তথ্য বিবরণী

৩।     বহুতল বাণিজ্যিক ভবনের ছাড়পত্র  সেবা 

(ক) অগ্নি-প্রতিরোধ নির্বাপন আইন ২০০৩ এর ৭ নং ধারা অনুসারে অনূর্ধ ৭ তলা ভবনের বা বাণিজ্যিক ভবনের অগ্নি প্রতিরোধমূলক ছাড়পত্র প্রদান করা হয়।

(খ) স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বা সরাসরি মহাপরিচালক, বরাবর সংশ্লি­ষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করবেন।

(গ) আবেদনের সাথে ভবনের নকশা ও দলিল প্রদান করবেন।

৪।     এ্যাম্বুলেন্স সার্ভিস সেবাঃ

ক) দূর্ঘটনায় আহতদের পরিবহন-বিনা মূল্য।

খ) রোগী পরিবহনের ক্ষেত্রে-

নন-এসি অ্যাম্বুলেন্স এর জন্য:

১. দেশের সকল এলাকায় ৮ কিলোমিটার পর্যন্ত ৩০০/- টাকা।

২. ৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত ৫০০/- টাকা।

৩. ১৬ কিলোমিটারের উধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ১৫/- টাকা হারে যোগ হবে।

৪. রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘন্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/- টাকা।

৫. প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/- টাকা।

গ) রোগী পরিবহনের ক্ষেত্রে (এসি গাড়ী)

১. দেশের সকল এলাকায় ৮ কিলোমিটার পর্যন্ত ৫০০/- টাকা।

২. ৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত ১০০০/- টাকা।

৩. ১৬ কিলোমিটার হতে উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ১৫/- টাকা হারে যোগ হবে।

৪. রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘন্টা যা তার অংশের জন্য ৫০/- টাকা।

৫. প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/- টাকা।

গ) রোগী পরিবহনের ক্ষেত্রে (এসি গাড়ী)

১. দেশের সকল এলাকায় ৮ কিলোমিটার পর্যন্ত ৫০০/- টাকা।

২. ৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত ১০০০/- টাকা।

৩. ১৬ কিলোমিটার হতে উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ২0/- টাকা হারে যোগ হবে।

৪. রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘন্টা যা তার অংশের জন্য ৫০/- টাকা।

৫. প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/- টাকা।

বর্ণিত সেবাসমূহের ফি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯ (অটোমেশন চালান সিস্টেম-১৬১০৩-১৪২২৩২৭, অগ্নি নির্বাপণ সেবা ফি) এর অনুকূলে প্রদেয়/ আদায়যোগ্য হবে।


৫।     অগ্নি প্রতিরোধমূলক মহড়া, পরামর্শ  প্রশিক্ষণ সেবাঃ 

(ক) উক্ত সেবা গ্রহণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বা সরাসরি মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়।

(খ) আবেদন প্রাপ্তির পর সংশি­ষ্ট প্রতিষ্ঠানকে অত্র অধিদপ্তরে আর্থিক সংশ্লে­ষ ও অন্যান্য শর্তাবলীসহ প্যাকেজ প্রস্তাব প্রেরণ করে।

(গ) সংশি­ষ্ট প্রতিষ্ঠান উক্ত শর্তপালনে সম্মত হলে অত্র অধিদপ্তরের মনোনীত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত প্রয়োজনীয় সমন্বয় সাধন পূর্বক নিম্ন লিখিত সেবা প্রদান করে থাকেঃ

(১) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে পরামর্শ প্রদান।

(২) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে প্রশিক্ষন প্রদান।

(৩) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে মহড়া পরিচালনা।