Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১।     অগ্নি-দুর্ঘটনা, উদ্ধার ও আহত সেবাঃ

 (ক)  দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার স্টেশনে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে। যে কোন দুর্যোগে নিকটস্থ  ফায়ার  স্টেশনে অথবা  ১৯৯ ডায়াল করিলে এই সেবা পাওয়া যাবে।  সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের টেলিফোন নং-০৭৫১-৬২৬২২ মোবাইল নং-০১৭৩-০০০২৫৪৯ ।

 

২।      ফায়ার লাইসেন্স (অগ্নি-দুর্ঘটনা ও প্রতিরোধ মুলক পরামর্শ সেবা)ঃ

(ক)     স্থানীয় উপ-সহকারী/সহকারী/উপ-পরিচালক, বরাবর ফায়ার সার্ভিসের নির্ধারিত ফরম পুরণ পূর্বক নিম্নবর্ণিত কাগজপত্র সহ আবেদন করতে হবে।

(খ)      ট্রেড লাইসেন্স (গ) প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে ব্যবসা পরিচালনা হলে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠানের স্থাপর/অস্থাবর সম্পত্তির বার্ষিক মূল্যায়ন পত্র।

(ঘ)      ভাড়া বাড়ী হলে ভাড়ার চুক্তি পত্র ।

(ঙ)      রাজউক/পৌরসভা কর্তৃক অনুমোদিত স্থাপনার নকশা।

(ঙ)      প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানী হলে Memorandum of Articles (Certificate of Incorporation)

(চ)      প্রতিষ্ঠান সংক্রান্ত স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক অনাপত্তি সনদ।

(ছ)      বহুতল বা বাণিজ্যিক ভবন হলে ফায়ার সার্ভিসের ছাড়পত্র।

(জ)     গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফায়ার সার্ভিস নির্ধারিত তথ্য বিবরণী

৩।     বহুতল বাণিজ্যিক ভবনের ছাড়পত্র  সেবা ঃ

(ক)     অগ্নি-প্রতিরোধ নির্বাপন আইন ২০০৩ এর ৭ নং ধারা অনুসারে অনূর্ধ ৭ তলা ভবনের বা বাণিজ্যিক ভবনের অগ্নি প্রতিরোধমূলক ছাড়পত্র প্রদান করা হয়।

(খ)      স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বা সরাসরি মহাপরিচালক, বরাবর সংশ্লি­ষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করবেন।

(গ)      আবেদনের সাথে ভবনের নকশা ও দলিল প্রদান করবেন।

৪।     এ্যাম্বুলেন্স সার্ভিস সেবাঃ

(ক)     অত্র অধিদপ্তর স্থানীয় ভাবে বা আন্তঃ জেলা পর্যায়ে রোগী পরিবহণের নিমিত্তে জনসাধারণের জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান  করে থাকে।

(খ)      এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় শুধুমাত্র রোগীকে বাসা থেকে হাসপাতালে অথবা দুর্ঘটনার স্থান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

(গ)      এ সেবার জন্য স্থানীয় পর্যায়ে বা পৌরএলাকায় ফোনের বা বার্তাবাহকের মাধ্যমে এ্যাম্বুলেন্স কল গ্রহণ করা হয়।

(ঘ)      আন্তঃজেলা পর্যায়ে বা দূরবর্তী কলের ক্ষেত্রে রোগী পরিবহনের জন্য নির্ধরিত ফরম পূরণপূর্বক পূর্ব অনুমোদন নিতে হয়।

(ঙ)      রোগী পরিবহনের জন্য ভাড়ার হার নিম্মরুপ।

 (১)     দেশের সকল মেট্রোপলিটন শহর এলাকাসহ সকল পৌরএলাকায় ১ মাইল/১ কিলোমিটার হতে ৫ মাইল/৮ কিলোমিটার পর্যন্ত ১০০ (একশত) টাকা।

(২)      ৫মাইলের উর্দ্ধে হতে ১০ মাইল অথবা ৮ কিলোমিটার হতে ১৬ কিলোমিটার পর্যন্ত কল ১৫০ (একশত পঞ্চাশ) টাকা।

(৩)     দূরবর্তী/আন্তঃজেলা কলের ক্ষেত্রে প্রতি মাইল ১৫(পনের) টাকা ও প্রতি কিলোমিটার ১০ (দশ) টাকা। এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় লাশ এবং   

          সংক্রামক ব্যাধির রোগী বহন করা হয় না।

৫।     অগ্নি প্রতিরোধমূলক মহড়া, পরামর্শ ও প্রশিক্ষণ সেবাঃ

(ক)     উক্ত সেবা গ্রহণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বা সরাসরি মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়।

(খ)      আবেদন প্রাপ্তির পর সংশি­ষ্ট প্রতিষ্ঠানকে অত্র অধিদপ্তরে আর্থিক সংশ্লে­ষ ও অন্যান্য শর্তাবলীসহ প্যাকেজ প্রস্তাব প্রেরণ করে।

(গ)      সংশি­ষ্ট প্রতিষ্ঠান উক্ত শর্তপালনে সম্মত হলে অত্র অধিদপ্তরের মনোনীত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত প্রয়োজনীয় সমন্বয় সাধন পূর্বক নিম্ন লিখিত সেবা প্রদান করে থাকেঃ

(১)      অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে পরামর্শ প্রদান।

(২)      অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে প্রশিক্ষন প্রদান।

(৩)     অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে মহড়া পরিচালনা।